সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন পালন করেছেন ফেনীর কর্মরত সাংবাদিকরা ৷
সোমবার (১ মার্চ) সকালে ফেনী রিপোর্টার্স ইউনিটি শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচির আয়োজন করেন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিক মুজাক্কির হত্যাকাণ্ডের ১০ দিন পেরিয়ে গেলেও হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি। দ্রুততম সময়ের মধ্যে ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এবং সারাদেশের সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় আন্দোলন আরো বেগবান হবে।

ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. এনামুল হক পাটোয়ারীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আলী হায়দার মানিকের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ওছমান হারুন মাহমুদ দুলাল, মোহাম্মদ শাহাদাত হোসেন, আরিফুল আমিন রিজভী, সাবেক সাধারণ সম্পাদক শুকদেব নাথ তপন, সহ-সভাপতি যতন মজুমদার, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ইসমাঈল হোসেন সিরাজী। সাংবাদিক নেতা রফিকুল ইসলাম, শাহ জালাল ভূঞা, ছমির উদ্দিন ভূঞা, দাগনভূইয়া উপজেলার সাংবাদিক নেতা ইমাম হাছান কচি, ফুলগাজী উপজেলার সাংবাদিক নেতা জহিরুল ইসলাম জাহাঙ্গীর ও এমএম মোর্শেদ, পরশুরাম উপজেলার সাংবাদিক নেতা এমএ হাসান, ছাগলনাইয়া উপজেলার সাংবাদিক নেতা নজরুল ইসলাম চৌধুরী, সোনাগাজী উপজেলা সাংবাদিক নেতা আলমগীর হোসাইন রিপন ও দাগনভূঞার এম রহমান সোহেল প্রমুখ।

এছাড়া কর্মসূচিতে অংশ নেন সাংবাদিক আজাদ মালদার, ওমর ফারুক, দিদারুল আলম, নুরউল্লাহ কায়সার, এমএ জাফর, কৃষাণ মোশাররফ, তোফায়েল আহম্মদ নিলয়, মফিজুর রহমান, এম এমরান পাটোয়ারী, মোস্তফা কামাল বুলবুল, ইলিয়াছ সুমন, হুসাইন আরমান প্রমুখ।