জাঁকজমকপূর্ণ আয়োজনে বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে ‘বসন্ত আড্ডা’। গ্রাম বাংলার ফাল্গুনের সংস্কৃতির আদলে সাজানো সন্ধ্যায় দেশীয় সংস্কৃতি আর আধুনিকতার সম্মিলনের আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।

ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল। এতে জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মাঈনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেবসহ জেলা প্রশাসনের একাধিক কর্মকর্তা।

শুসেন চন্দ্র শীল জানান, প্রতি বছর বালিগাঁওয়ে বাঙালি সংস্কৃতির অংশ হিসেবে বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়। তারই ধারাবাহিকতায় এ বসন্ত আড্ডার আয়োজন করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এএনএম নুরুজ্জামান, পরিদর্শক সাইফুল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা এতে অংশগ্রহণ করেন।