যাচাই-বাছাইয়ের উদ্দেশ্যে ফেনীতে ৩৭৫জন বীর মুক্তিযোদ্ধার সাক্ষাতকার নেয়া হচ্ছে। গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) হতে প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কাউন্সিলের (জামুকা) প্রেরিত তালিকভূক্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার শুরু করা হয়। ফেনী সদর, ছাগলনাইয়া ও সোনাগাজীতে আগামীকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) পর্যন্ত মুক্তিযোদ্ধাদের সাক্ষাতকার গ্রহণ চলবে।

সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তারা জানান, ফেনী সদরে ৫৫জন, দানগভূঞায় ৬১জন, সোনাগাজীতে ৯৫জন, পরশুরামে ১৫জন, ছাগলনাইয়ায় ৯৭জন ও ফুলগাজীতে ৫২জন রয়েছেন।

গত বছরের ৭ ডিসেম্বর জামুকা বিজ্ঞপ্তিতে জানানো হয়, জামুকার অনুমোদন ব্যাতীত যেসব বেসামরিক গ্যাজেট প্রকাশিত হয়েছে, প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের তালিকা প্রকাশের অংশ হিসেবে সেসব বেসামরিক গ্যাজেট যাচাই-বাছাই করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তালিকাভূক্ত মুক্তিযোদ্ধাদের লাল মুক্তিবার্তা তালিকাভূক্ত তিনজন সহযোদ্ধার সাক্ষ্য ও প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা জানান, যাচাই-বাছাইয়ের ৪ সদস্যের কমিটিতে জামুকা প্রতিনিধির সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা সদস্য সচিব হিসেবে রয়েছেন। এছাড়া একজন স্থানীয় সংসদের প্রতিনিধি ও একজন জেলা প্রশাসকের প্রতিনিধিও কমিটিতে রয়েছেন।

ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া তাহের জানান, যাচাই-বাছাই করার পর কমিটি চূড়ান্ত তালিকা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করবেন।