মিথ্যা তথ্য দিয়ে স্ত্রী-সন্তানের নামে উত্তোলিত ভাতা ৪৮ হাজার ৩শ টাকা ফেরত চেয়ে দরবারপুর ইউপির ছয় নম্বর ওয়ার্ড (জগতপুর) সদস্য কামরুজ্জামানকে চিঠি দিয়েছে ফুলগাজী উপজেলা সমাজসেবা কার্যালয়। গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) মুঠোফোনে এ তথ্য জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা হারুন মিয়া। তবে আরও বিস্তারিত তথ্য তদন্তের স্বার্থে দেয়া সম্ভব নয় বলে জানান।

এদিকে নিজের দায় স্বীকার করে নি:শর্ত ক্ষমা চেয়েছেন ইউপি সদস্য কামরুজ্জামান। জবাবে কামরুজ্জামান লিখেছেন, ইউপি সদস্য হিসেবে তিনি পরিবারের সদস্যদের ভাতা দেবার বিষয়ে যে পদক্ষেপ নিয়েছেন তা ঠিক হয় নি। ক্ষমা করলে তিনি স্বাভাবিকভাবে সরল জীবন যাপন করবেন।

এর আগে গতকাল মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) ‘কার ভাতা কে পায়’ শিরোনামে দৈনিক ফেনীতে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করা হলে তোলপাড় শুরু হয়। বিষয়টি প্রশাসনের নজরে এলে একইদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুজ্জামানকে কারণ দর্শাতে নোটিশ প্রেরণ করে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) সেই নোটিশের লিখিত জবাব দেন তিনি।