আজ শনিবার (১৬ জানুয়ারি) ফেনীর দাগণভূঞা পৌর নির্বাচনে ৮ নম্বর ওয়ার্ড গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পেছন থেকে ছোড়া ককটেলে বিস্ফোরণে সামান্য আহত হয়েছেন ওমর ফারুক ও আরিফুল নামে দুজন আনসার সদস্য। আরিফুল এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ ঘটনায় কেন্দ্রে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। ভোট কেন্দ্রের অদূরে তারেক হোসেন ও সুজন নামের দুজন আহত হয়েছেন। হামলার শিকার হয় মিন্নত আলী ভূঁঞা বাড়ির কয়েকটি ঘর।

আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়।

কাউন্সিলর প্রার্থীরা একে অন্যের দিকে অভিযোগ ছুড়ছেন। টেবিল ল্যাম্প প্রতীক কামরুল ইসলাম ক্লাইভ বলেন তাকে অবরুদ্ধ করে রেখেছিলো উট পাখি প্রতিকের কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। জিয়াউল হক হক নামের আরেক প্রার্থী জানান এ কেন্দ্রের আশপাশে অস্ত্রের মহড়া চলছে।


গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম কিবরিয়া জানান, সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছিলো ভোটাররা। সকাল আনুমানিক ৯টার দিকে বিদ্যালয়ের পেছন থেকে ককটেল ছুড়ে দূর্বৃত্তরা।

কাউন্সিলর প্রার্থী কামরুল ইসলাম ক্লাইভ (ল্যাম্প প্রতীক) অভিযোগ করেন, বিকট শব্দে আমিও কানে আঘাত পেয়েছি।