দেশের অন্যান্য জেলার তুলনায় ক্রীড়াঙ্গনে ফুটবল খেলায় ফেনী এগিয়ে যাচ্ছে। জাতীয় ফুটবলে অবদান রাখার পাশাপাশি একসময় ফেনী হবে ক্রীড়া অঙ্গনের তীর্থস্থান।

আজ বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকালে ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে বঙ্গবন্ধু একাডেমী কাপের ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথির এমন মন্তব্য করেছেন অতিথিরা।

পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনী জেলা এখন ফুটবলেও অনেক এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ক্রিকেটের ন্যায় আগামীতে জাতীয় ফুটবলেও ফেনীর ছেলেরা প্রতিনিধিত্ব করবে।

ফেনীর ক্রীড়া উন্নয়নের কথা উল্লেখ করে সাংসদ বলেন, ফেনীতে ৪০ একর পরিমাণ জায়গার উপর একটি আন্তর্জাতিক মানের মাঠ করার প্রক্রিয়া চলছে। এসময় নিজাম হাজারী তরুণ প্রজন্মকে ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ে মনযোগী করে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

বিশেষ অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মো: ওয়াহিদুজজামান বলেন, এমন আয়োজন অব্যাহত রাখতে পারলে ফেনীর ফুটবলের উন্নয়ন হবে। তিনি বলেন, জাতীয় ফুটবলে অবদান রাখার পাশাপাশি একসময় ফেনী হবে ক্রীড়া অঙ্গনের তীর্থস্থান।

বক্তব্যে পুলিশ সুপার খোন্দকার নূরন্নবী বলেন, ফেনীতে দেড় বছর এ কর্মকালীন সবসময়ে সব ব্যস্ততার মাঝেও খেলার বিষয়ে নিয়মিত সচেষ্ট থাকার চেষ্টা করি। তিনি বলেন, এখানে সব ধরনের খেলার পরিবেশ আছে। খেলার মাধ্যমে মানসিক ও শারীরিক বিকাশ হয় যা কোন কিছুতে হয়না। এজন্য ক্রীড়ায় সবাইকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।

বাফুফে ডেভেলপমেন্ট কমিটির সদস্য খন্দকার রকিবুল ইসলাম রকিব বলেন, ২০ বছর আগে এ মাঠে খেলেছি। তবে বর্তমানে ক্রীড়ায় ফেনী অনেক এগিয়েছে।

ফেনী জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মিলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ডালিমের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য আমির হোসেন বাহার।

টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অনুর্ধ্ব-১২ বিভাগে স্পোর্টস একাডেমী ফেনীকে ৩-০ গোলে হারিয়ে ফুটবল একাডেমী ফেনী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হন ফুটবল একাডেমী ফেনীর মো. রিপন।

এদিকে অনুর্ধ্ব-১৮ বিভাগে ছাগলনাইয়া ফুটবল একাডেমীকে ২-০ গোলে হারিয়ে ফুটবল একাডেমী ফেনী চ্যাম্পিয়ন হয়। এতে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন ফুটবল একাডেমী ফেনীর স্টাইকার আবির।

টুর্ণামেন্টে অনুর্ধ্ব-১২ বিভাগে মুন্সিরহাট ফুটবল একাডেমীর ইফরান ইসলাম আবীর সেরা খেলোয়াড় ও অনুর্ধ্ব-১৮ বিভাগে গোবিন্দপুর ফুটবল একাডেমীর মো. রায়হান সেরা গোলকিপার নির্বাচিত হয়। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ গোলদাতার পুরুস্কার লাভ করেন অনুর্ধ্ব-১২ বিভাগে মো. রিপন ও অনুর্ধ্ব-১৮ বিভাগে গাজী মো. আবদুর রাফেত।
ফাইনাল খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়ের মাঝে ট্রফি ও প্রাইজমানি তুলে দেন অতিথিরা।