আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর) উদযাপন উপলক্ষ্যে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে ছাগলনাইয়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ মানবন্ধনের আয়োজনে করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজিয়া তাহের। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী।

বক্তব্যে ইউএনও সাজিয়া তাহের মানববন্ধনে উপস্থিত নারীদের নির্যাতন রোধে সোচ্চার থাকার আহবান জানান। সমাজের নারী নির্যাতনকারীদের কোন প্রকার ছাড় দেয়া হবে না উল্লেখ করে ইউএনও বলেন, চলমান করোনাকালীন সময়ে নারী নির্যাতনে অনেকাংশে বেড়েছে। নারীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে সুনামের সাথে পরিচিতি পাচ্ছে।

প্রতিরোধ পক্ষ উপলক্ষ্যে উপজেলার বিভিন্ন অঞ্চলে নারীদের নিয়ে উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করছেন বলে জানান উপজেলা মহিলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম।

মানববন্ধনে উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অধীনে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণার্থীরা অংশ নেন।