ফেনীতে আন্তর্জাতিক লিও দিবস উদযাপন করা হয়েছে। শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় দিবসটি উপলক্ষ্যে শহরের একটি রেস্টুরেন্টে লিও ক্লাব অব ঢাকা সানওয়ে ক্যামব্রিয়ানের আয়োজনে কেক কাটা হয়।

এতে বক্তব্য রাখেন লিও জেলা কাউন্সিল জেলা ৩১৫, বি-১ বাংলাদেশের জেলা প্রেসিডেন্টএস এম আলাউদ্দিন আলো ও লায়ন্স ক্লাব অফ ফেনী মুহুরীর প্রেসিডেন্ট লায়ন আবু তাহের ভুঁইয়া।

এতে উপস্থিত ছিলেন আরও উপস্থিত ছিলেন ডিস্ট্রিক প্রেসিডেন্ট এডভাইজার মীর হোসেন রাসেল, লিও ক্লাব অব ঢাকা সানওয়ে ক্যামব্রিয়ানের ভাইস প্রেসিডেন্ট লিও ইলিয়াস ভুঁইয়া, ভাইস প্রেসিডেন্ট লিওনূর হোসেন সোহাগ, সেক্রেটারি লিও ওসমান গনি রিয়েল, জেলা পরিচালক এবং গভর্নরের পিএস লিও আশফাক আহম্মেদ চৌধুরী।

এতে বক্তারা তরুণদের উদ্দেশ্যে বলেন, সমাজে অবহেলিত মানুষদের পাশে যেন লিও এবং লায়ন্স দাঁড়ায় তাহলে আমাদের দেশটিও উন্নতির দিকে যাবে, মানুষ অনেক উপকৃত হবে। এটি মানব সেবার বড় মাধ্যম।