ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবিতে ছাগলনাইয়ায় মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (৫ ডিসেম্বর) বিকালে পৌর শহরের জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানান নেতাকর্মীরা।

উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সরকার সোহাগ, সিনিয়র সহ-সভাপতি সিরাজ উদ্দৌলা পাটোয়ারী। পৌর জাসদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় সমাবেশে উপজেলা জাসদ ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বাধীন বাংলার স্বপ্নদ্রষ্টা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে যারা আপত্তিকর মন্তব্য করবে তারা এদেশে থাকার অধিকার রাখেনা। মৌলবাদীরা টিভি দেখা হারাম বলে ফতুয়া দেয়, আবার নিজেরাই টিভি দেখে। এই মৌলবাদীরা আজ বঙ্গবন্ধুর পেছনে লেগেছে। সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য অপসারণে হুমকিদাতাদের আইনের আওতায় আনা ও ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানান বক্তারা।