দাগনভূঞায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ও মৌলবাদ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা।

শনিবার (৫ ডিসেম্বর) বিকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগ সভাপতি দিদারুল কবির রতন। সমাবেশে তিনি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনকে একত্রে মাঠে নেমে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

সমাবেশে ভাস্কর্য অপসারণের হুমকির তীব্র নিন্দা জানিয়ে রতন বলেন, স্বাধীনতাবিরোধী মৌলবাদী সাম্প্রদায়িক অপশক্তি এ অপচেষ্টা চালাচ্ছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কখনো তা হতে দেবে না। মুক্তিযুদ্ধের চেতনার সব শক্তিকে আবারও ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে মাঠে থাকতে হবে। তিনি আরও বলেন, চীন, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিশ্বের অনেক দেশে জাতীয় নেতাদের ভাস্কর্য রয়েছে। বাংলাদেশে জাতির জনকের ভাস্কর্য নিয়ে ধর্ম ব্যবসায়ীরা বিভ্রান্ত্রি সৃষ্টির চেষ্টা করছে।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার কামাল উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মামুন, জেলা পরিষদ সদস্য ছালেহ আহাম্মদ হায়দার, পৌর আওয়ামীলীগ সভাপতি খায়েজ আহাম্মদ, সাধারণ সম্পাদক ওমর ফারুক খান, উপজেলা যুবলীগ সভাপতি আবুল ফোরকান বুলবুল, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু নাছের আসিফ প্রমুখ।

এর আগে বিক্ষোভ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।