আগামী ১৬ জানুয়ারি দাগনভূঞা পৌর নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব মোঃ আলমগীর আজ বুধবার (২ ডিসেম্বর) বিকালে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় ধাপে দেশের ৬১ পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে দাগনভূঞা পৌরসভা রয়েছে।

সচিব গণমাধ্যমকে জানান, দ্বিতীয় ধাপের ৬১ পৌরসভার মধ্যে ২৯ পৌরসভার ভোটগ্রহণ হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এবং ৩২ পৌরসভার ভোটগ্রহণ হবে ব্যালটের মাধ্যমে।

দাগনভূঞা পৌরসভা নির্বাচনে কোন পদ্ধতিতে ভোট হবে এমন প্রশ্নের জবাবে ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা নাছির উদ্দিন পাটোয়ারী জানান, পদ্ধতি প্রসঙ্গে নির্দেশনা এখনো দপ্তরে এসে পৌঁছেনি।

ঘোষিত তফসিল অনুযায়ী এই নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২০ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ২২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ২৯ ডিসেম্বর ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৬ জানুয়ারি।

এর আগে প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ভোটের তফসিল ঘোষণা করা হয়েছিল। আগামী ২৮ ডিসেম্বর প্রথম ধাপের ২৫টিতে ভোটগ্রহণ করা হবে।