সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক না পরায় ফেনীতে ৩ জনের জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার (৩০ নভেম্বর) শহরের ট্রাংক রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এন এম আবদুল্লাহ আল মামুন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, করোনাভাইরাসের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি বাস্তবায়নে ট্রাংক রোডে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাস্ক না পরায় ৩ পথচারীর ১শ টাকা করে মোট ৩শ টাকা জরিমানা করা হয়। একই অভিযানে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অপরাধে ২ ব্যক্তির ৫শ টাকা করে মোট ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এন এম আবদুল্লাহ আল মামুন জানান, স্বাস্থ্যবিধি বাস্তবায়নে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। শহরের বিভিন্ন বিপনী বিতান ও জন সমাগমস্থলে জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ ও নির্দেশনা প্রদান করা হচ্ছে। নিয়মিত এ অভিযান পরিচালনা করা হবে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।