ফুলগাজীতে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার আনন্দপুরে আয়োজিত মাঠ দিবসে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপপরিচালক কৃষিবিদ তোফায়েল আহমদ চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের মাটি কৃষি উপযোগী উল্লেখ করে উপপরিচালক বলেন, এশিয়া মহাদেশের মধ্যে ভুট্টা চাষে বাংলাদেশ শীর্ষ স্থানে রয়েছে। তিনি বলেন, ফেনীর অন্যান্য উপজেলার মতো ফুলগাজী অঞ্চলের মানুষও কৃষিপণ্য হিসেবে ধান চাষের পাশাপাশি ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইফুল ইসলাম, ইউপি সদস্য মোঃ সেলিম, ফয়েজ আহমদ প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্যে ইউএনও বলেন, সরকার কৃষির উন্নয়নে নানাবিধ প্রকল্প হাতে নিয়েছে। সবার উচিত এ ধরনের প্রকল্পে সম্পৃক্ত হওয়া।

অনুষ্ঠানে কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।