মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ সেনাবাহিনী ‘‘মুজিববর্ষ সাইক্লিং এক্সপেডিশন’’ দলটি ফেনী এসে পৌঁছেছে। আজ বুধবার (২৫ নভেম্বর) বিকালে সেনাবাহিনীর কর্মকর্তা ও সৈনিকসহ ২০৮ জনের দলটি ফেনীর দাগনভূঞার জায়লস্কর উচ্চ বিদ্যালয়ে যাত্রাবিরতি নিচ্ছে।

এসময় দলটিকে ফুল দিয়ে তাদের অভ্যর্থনা জানান বিজিবি’র ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ কামরুজ্জামান। স্বাগত বক্তব্যে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষের চেতনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার এ প্রচেষ্টাকে অভিনন্দন জানিয়ে এর সাফল্য কামনা করেন। অংশগ্রহণকারী সকলকে শুভেচ্ছা জানান।

দলটি আজ জায়লস্করে রাত্রিযাপন করে আগামীকাল সকালে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।

জানা গেছে, জাতির পিতার প্রজ্জ্বলিত শিখার আলোয় সমগ্র বাংলাদেশকে উজ্জীবিত করতে সেনাবাহিনীর তত্ত্বাবধানে এই সাইক্লিং এক্সপেডিশনের আয়োজন করা হয়েছে। গত ৮ নভেম্বর পঞ্চগড়ের তেঁতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে টেকনাফ পর্যন্ত ১ হাজার ১০ কিলোমিটার পথ পাড়ি জমানোর এ অভিযাত্রা শুরু হয়। আগামী ৩ ডিসেম্বর দলটির টেকনাফে পৌঁছার কথা রয়েছে।