২৫ নভেম্বর, ২০১৯ ।। শহর প্রতিনিধি ।।

ফেনীতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রির দায়ে দুই হোটেলের ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সন্ধ্যায় শহরের তাকিয়া রোডে জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক রজত বিশ্বাস এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, তাকিয়া রোডে নাদিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে অভিযান চালায় ভ্রাম্যমান আদালতের বিচারক রজত বিশ্বাস। এসময় হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরি এবং বিক্রির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযোগে ট্রাংক রোডের ফেনী হোটেলে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

প্রসিকিউশানে ছিলেন ফেনী পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক। অভিযানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার রজত বিশ্বাস জানান, ভেজাল খাদ্য বিরোধী অভিযান অব্যাহত থাকবে।