সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২৩ নভেম্বর) বিকালে ইউনিয়ন পরিষদের আয়োজনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সরকারে উন্নয়ন কর্মকান্ড প্রচারে সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এছাড়া করোনাকালীন পরিস্থিতে সবাই স্বাস্থ্য বিধি মেনে চলতে ও সন্তানদের লেখাপড়ার খোঁজখবর রাখতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ড. মোহাম্মদ মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা অজিত দেব, সহকারি কমিশনার (ভূমি) তাছলিমা শিরিন, এলজিএসফি-৩ ফেনীর ডিএফ পিন্টু চন্দ্র দাস, স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু।

ইউপি চেয়ারম্যান জানান, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া, সাংস্কৃতিক সামগ্রী, স্কুল ড্রেস ও আসবাবপত্র বিতরণ করা হয়েছে।