ফেনীর পরশুরামে ১৩ জন প্রান্তিক কৃষককে ২ লাখ ২০ হাজার টাকা ঋণ প্রদান করেছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)। আজ সোমবার (২৩ নভেম্বর) বেরা ১২টায় বিআরডিবি পরশুরাম উপজেলার ব্যবস্থাপনায় অপ্রধান শস্য উৎপাদন কর্মসূচির আওতায় এ ঋণ বিতরণ করা হয়।

পরশুরাম পল্লী ভবনে আয়োজিত ঋণ বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ ইয়াছিন শরীফ মজুমদার।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এ এইস এম আমীর হোসেন জানান, দারিদ্র্য দূরীকরণে উচ্চ মূল্যের পুষ্টিসমৃদ্ধ অপ্রধান শস্য উৎপাদন কর্মসূচির আওতায় উপজেলার ৪০জন কৃষকের মাঝে সরিষা, খেসারি, ভুট্টা ও পেঁয়াজের বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া উপজেলার চিথলিয়া ইউনিয়নের উত্তর রাজষপুর গ্রামের ছয়জন কৃষকের প্রত্যেককে ১৫ হাজার, একজনকে ১০ হাজার এবং ছয়জনকে ২০ হাজার টাকা করে ঋণ প্রদান করা হয়েছে। ঋণপ্রাপ্তদের মধ্যে তিনজন মহিলা রয়েছে।

তিনি আরও জানান, ৪ শতাংশ সুদে আগামী এক বছরের মধ্যে তারা ঋণের টাকা পরিশোধ করবেন।

সালেহ আহম্মদ নামে এক ঋণগ্রহীতা জানান, টাকার জন্য জমিতে ঠিকমত চাষবাস করতে পারছিলাম না। ঋণ পেয়ে আমার টাকার সমস্যা লাঘব হয়েছে।

বিতরণকালে উপজেলা মাঠ সংগঠক সুজন মাহমুদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।