করোনাভাইরাস সংক্রমণের দ্বিতীয় পর্যায়ের সংক্রমণের ঝুঁকি কমাতে জনসাধারণের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করছে ফেনী পৌরসভা। আজ রবিবার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের ট্রাংক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এসময় উপস্থিত ছিলেন ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন।

‘সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি বজায় রাখি, করোনা প্রতিরোধ করি’ এ শিরোনামে এতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জমান, আফরোজা আফসানা, রজত বিশ্বাস, ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার, কাউন্সিলর সাইফুর রহমান সাইফু, মাহতাব উদ্দিন মুন্না, মজিবুর রহমান, স্বাস্থ্য কৃঞ্চপদ সাহা, স্যানিটারী ইন্সপেক্টর কৃঞ্চময় বণিকসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, পৌর কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। এসময় স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে নির্দেশনা দেন অংশগ্রহণকারীরা। এরপর হেঁটে হেঁটে পথচারী নারী, পুরুষদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তারা।

পৌর মেয়র জানান, করোনাভাইরাসে সংক্রমণের ঝুঁকি কমাতে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি বাস্তবায়নে এ সুরক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেয় পৌরসভা। তিনি জানান, আজ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এসব বিতরণ করা হয়েছে। জনসাধারণকে সচেতন করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করতে ফেনী পৌর ১৮টি ওয়ার্ডে পর্যায়ক্রমে ৫০ হাজার পিস মাস্ক, ২৫ হাজার হ্যান্ড স্যানিটাজার ও ২০ হাজার পিস সাবান বিতরণ করা হবে জানান পৌর মেয়র।

জেলা প্রশাসক বলেন, এ রোগের কোন চিকিৎসা নেই। যতদিন করোনার প্রতিষেধক আসবেনা ততদিন মাস্কই এ রোগ প্রতিরোধ করতে পারে। তাই সবাইকে বাধত্যমূলকভাবে মাস্ক ব্যবহার করতে হবে। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সকলকে সচেতন করার জন্য এ কর্মসূচি নেয়া হয়েছে।