করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের সংক্রমণ বিস্তার রোধে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি অমান্য করায় ফেনীতে ৮জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদাল ত। আজ শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজ শহরের শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়ক, মহীপাল, শহীদ মিনার এলাকা এবং দুরপাল্লা ও স্থানীয় গণপরিবহনে এ অভিযান চালানো হয়েছিল। অভিযানে মাস্ক না পরে করোনা ঝুঁকি বাড়ানোর অপরাধে পথচারী, সিএনজি অটোরিকশা চালক, রিক্সানচালক ও দোকানদারসহ মোট ৮ জনকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।

রজত বিশ্বাস জানান, অভিযানে জারিকৃত স্বাস্থ্যবিধি মেনে চলতে সকলকে সতর্ক করার পাশাপাশি কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধী এবং বাক প্রতিবন্ধী ব্যক্তির মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।

অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেন।