অবৈধভাবে সড়ক ও ফুটপাতের জায়গা দখলমুক্ত করতে দ্বিতীয় দিনের মত উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ অভিযান শুরু করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফখরুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, ট্রাংক রোডের বড় মসজিদ হতে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের ইসলামপুর রোড পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১০ দোকানী ও এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মোট ১৫ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

মোঃ ফখরুল ইসলাম জানান, নিয়মিতভাবে এ অভিযান পরিচালনা করা হবে। 

অভিযানে বেঞ্চ সহকারি প্রদীপ চন্দ্র দাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার ট্রাংক রোডে পরিচালিত অভিযানে শহরের ট্রাংক রোডের বড় মসজিদের সামনে হতে পুরাতন সোনাগাজী বাসস্ট্যান্ডে শতাধিক দোকানে অভিযান চালিয়ে ৯ প্রতিষ্ঠানের ১৭ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।