মহানবী হযরত মুহাম্মদ (সঃ)কে কটাক্ষ করে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন ও অনলাইনে দেশীয় নাস্তিকদের ইসলাম বিরোধী লেখালেখির প্রতিবাদে পরশুরামের বক্সমাহমুদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে বক্সমাহমুদ বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। 

মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ।

মিছিল পূর্ববর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে অংশগ্রহণকারী মাওলানা কাজী আব্দুল ওহাব বলেন,, ফ্রান্স সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় মুসলিম জাতির হৃদয়ের স্পন্দন হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যঙ্গচিত্র পদর্শন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। সমাবেশ থেকে ফ্রান্সের পণ্য বয়কটের আহ্বান জানিয়ে রাষ্ট্রীয়ভাবে ফ্রান্সের সঙ্গে সম্পর্ক ছিন্নের দাবি করা হয়।

বিক্ষোভ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন। এসময় তারা আমরা মুহাম্মদকে ভালোবাসি, ইসলাম কখনো সন্ত্রাস, জঙ্গিবাদ সমর্থন করে না ইত্যাদি প্ল্যাকার্ড বহন করে।