একক প্যানেলের মনোনয়ন পত্র জমাদানের মধ্যদিয়ে নতুন কার্যকরী কমিটি পেতে যাচ্ছে ফেনী হার্ট ফাউন্ডেশন এন্ড রিসার্চ ইনস্টিটিউট। আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে তেত্রিশ জনের প্যানেল মনোনয়নপত্র জমা দেয়ার কথা নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট মোঃ নুরুল আমিন খান। তিনি জানান, ৭ নভেম্বর চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে। কোন আপত্তি না এলে একক প্যানেল প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হতে পারে।

সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফেনী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাহার মিয়া জানান, প্যানেল গঠনে অভিজ্ঞ ও নবীনদের সমন্বয় করা হয়েছে। প্যানেল বিজয়ী হলে হার্ট ফাউন্ডেশনের সেবা গ্রহীতাদের আরও উন্নত সেবা প্রদানের লক্ষ্যে কাজ করবে।

প্যানেলে সভাপতি পদে বর্তমান সভাপতি আবদুস সাত্তার, সহ-সভাপতি পদে উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সাবেক সভাপতি আ ক ম শাহিদ রেজা শিমুল, এ এস এম নুর উদ্দীন বাবুল, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে খুরশিদ আলম বাবুল, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজীজ রাজীব, জনসংযোগ সম্পাদক পদে তোফাজ্জল হোসেন ছুট্টু, কোষাধ্যক্ষ পদে এস এম হাসান, যুগ্ম-কোষাধ্যক্ষ পদে মোঃ ফরিদ আহম্মদ ভূঞা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

এছাড়া কার্যকরী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন, ডাঃ তবারক উল্যাহ বায়জীদ, মেজবাউল হায়দার চৌধুরী, ডাঃ গোলাম ছরওয়ার, আবুল কাশেম, জহির উদ্দিন মাহমুদ চৌধুরী মুকুট, মোঃ হারুন মজুমদার, মুহাম্মদ নাসিরুদ্দিন, পেয়ার আহাম্মদ, মজিবুল হক, হারুন অর রশিদ মজুমদার, মোঃ সাহেদ উদ্দিন মিল্লাত, মোতাহারুল করিম চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন ভূঁইয়া, সৈয়দ জহির উদ্দিন আকবর, প্রীতিময় পোদ্দার, আখতার হোসেন চৌধুরী, আবুল হাসান, মোঃ নুরুল করিম, এডভোকেট পার্থ পাল চৌধুরী, আবু নাছের চৌধুরী কচি, মনোয়ারা বেগম রাণী, মহিনুর জাহান লাবনী, সাইফ উদ্দিন আহমেদ।