ছাগলনাইয়ায় কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) ‘মুজিববর্ষের মূলমন্ত্র-কমিউনিটি পুলিশিং সর্বত্র’ ছাগলনাইয়া থানার আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মেজবাউল হায়দার চৌধুরী সোহেল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশের আঠারো কোটি মানুষের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশ কঠিন ভুমিকা পালন করছে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ বাহিনীর প্রতি আস্থা রেখেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শুধু পুলিশের দিকে তাকিয়ে থাকলেই চলবেনা। স্থানীয় জনপ্রতিনিধিদের পাশাপাশি জনসাধারণকে ঐক্যবদ্ধ হয়ে মাদক-সন্ত্রাসসহ সকল প্রকার অন্যায় অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সোহেল চৌধুরী বলেন, এজন্য জনগণ ও পুলিশের মাঝে বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে। এসময় অপরাধ ও মাদক নির্মুলে সকল জনপ্রতিনিধিদের স্ব স্ব অবস্থানে থেকে ভূমিকা রাখার আহ্বান জানান সোহেল চৌধুরী।

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মেজবাহ উদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও ছাগলনাইয়া কমিউনিটি পুরিশিং কমিটির সদস্য সচিব বদরুদ্দোজা ভুইয়া তারেক’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি পুলিশিং ছাগলনাইয়া থানা কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া পৌরসভার মেয়র এম মোস্তফা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিবি জুলেখা শিল্পী, উপজলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই মেম্বার, পাঠাননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েল, বিআরডিবির চেয়ারম্যান মুজিবুর রহমান মুজিব, মহামায়া ইউপি চেয়ারম্যান গরিবশাহ হোসেন চৌধুরী বাদশা, রাধানগর ইউপি চেয়ারম্যান রবিউল হক চৌধুরী মাহবুব, শুভপুর ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ সেলিম, ঘোপাল তদন্ত কেন্দ্রে ইনচার্জ মোঃ শাহীন মিয়া।

শুভেচ্ছা বক্তব্য রাখেন, ফেনী জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ শেখ কামাল, সাপ্তাহিক আজকের প্রতিক্রিয়া পত্রিকার প্রধান সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, সাংবাদিক আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সভাপত জিয়াউল হক দিদার, বঙ্গবন্ধু ব্লাড ব্যাংক ছাগলনাইয়া এর সাধারণ সম্পাদক মোঃ এনায়েত উল্যাহ সোহেল। এসময় জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।