মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং ফ্রান্স সরকারের ইসলাম বিদ্বেষী অবস্থানের প্রতিবাদে ফেনীতে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকাল সাড়ে ৪টায় শহরের ফেনী জহিরিয়া মসজিদ থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের ট্রাংক রোড, মিজান রোড ও কলেজ রোড প্রদক্ষিণ করে দোয়েল চত্ত্বরে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে দলের জেলা সভাপতি মাও. নূর করিম ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ ও ওই দেশীয় সকল ধরনের পণ্য বর্জন করতে সকলের প্রতি আহবান করেন।
দলের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানান দলের জেলা সাধারণ সম্পাদক একরামুল হক ভূঞা।
বিক্ষোভ সমাবেশ শেষে ইসলামি শ্রমিক আন্দোলন ফেনী জেলা সভাপতি নূর মোহাম্মদ আজিমী দেশ ও জাতির মঙ্গল কামনা এবং হজরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে ব্যঙ্গ আচরণ প্রদর্শনকারীদের হেদায়েতের জন্য মোনাজাত পরিচালনা করেন। এরপর ফ্রান্স প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর কুশপুত্তলিকা দাহ করেন তারা।