ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সঃ) এর ব্যাঙ্গাত্মক চিত্র প্রদর্শনীর প্রতিবাদে মানববন্ধন করেছে খেলাফত মজলিস ফেনী শহর শাখা। আজ সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন খেলাফত মজলিসের নেতারা।

মানববন্ধনে প্রধান মেহমানের বক্তব্যে সংগঠনের ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা মোঃ আলী মিল্লাত বলেন, ফ্রান্সে মহানবীকে অবমাননার ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, অবিলম্বে ফ্রান্স সরকারকে ক্ষমা চাইতে হবে। আমরা বাংলাদেশ সরকার ও মিডিয়ার মাধ্যমে এই দাবী ফ্রান্সে পৌঁছে দিতে চাই। এছাড়াও দেশের মানুষকে ফ্রান্সের সকল পন্য বয়কট করার আহবান জানান তিনি।

মানববন্ধনে খেলাফত মজলিস ফেনী শহর শাখার সভাপতি মাওলানা মর্তুজা কামালের সভাপতিত্বে ও তত্ত্বাবধায়ক আজিজুল্ল্যাহ আহম্মদী’র সঞ্চালনায় খেলাফত মজলিস ফেনী শহর শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইউনুস খতিবসহ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও তৌহিদি জনতা অংশ নেন। মানববন্ধনে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।