সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ফেনী জেলা প্রশাসন।

আজ বুধবার (২০ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ফেনী বালিকা বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজে পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোছাঃ সুমনী আক্তার।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মোঃ রুহুল আমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আফতাবুল ইসলাম, শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদা আক্তার সানাম।

বিতরণকালে মোছাঃ সুমনী আক্তার বলেন, সুবিধাবঞ্চিত ও শ্রমজীবী শিশুদের শিক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়টি পরিচালনা করে। এ সমস্ত শিশুদের সহায়তার লক্ষ্যে এসব ত্রাণ বিতরণ করা হয়।

জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা বলেন, জেলা প্রশাসনের পক্ষ হতে এ বিদ্যালয়ের মোট ৬০জন শিশুকে ত্রাণ দেয়া হয়েছে।

শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, এ বিদ্যালয়ে বিভিন্ন শ্রেণিতে মোট ১৭৫জন শিক্ষার্থী রয়েছে, যারা সবাই শ্রমজীবী ও সুবিধাবঞ্চিত পরিবারের সন্তান। জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ পেয়েছে শিক্ষার্থীরা অনেক খুশি। আজকে যারা ত্রাণ পায়নি, পরবর্তীতে তাদের সহায়তা করা হবে বলে অতিরিক্ত জেলা প্রশাসক আশ^াস দিয়েছেন।

ত্রাণের প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ লিটার ভোজ্যতেল, ১ কেজি লবণ রয়েছে।