ছাগলনাইয়ার মহামায়া ইউনিয়নের চেয়ারম্যান গরিবশাহ্ হোসেন বাদশাহ চৌধুরী বলেছেন, মহাময়া ইউনিয়নকে মাদক, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে চাই।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকালে বক্তারহাট ক্রীড়া সোসাইটির এক দশক পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদক উৎখাতের জন্য সামজিক আন্দোলন করছি। এ জনপদের অনেক যুবক এক সময় ইয়াবা সেবনে বুদ থাকতো, এখন সে প্রবনতা কমে এসেছে।

ইউপি চেয়ারম্যান আরো বলেন, যুব সমাজকে স্বপ্ন দেখতে হবে, বুকে স্বপ্ন লালন করতে হবে। স্বপ্নই বাচিয়ে রাখবে যুবকদের। এ যুবকরাই আগামীর সম্ভাবনা।

সংগঠনের সভাপতি মোঃ শরীফুল ইসলাম শিশিরের সভাপতিত্বে সংগঠনের উপদেষ্টা আজম মনসুর রাসেলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ঠ শিক্ষাবিদ, কবি ও সাহিত্যিক ওবায়েদ মজুমদার।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী হানিফ মজুমদার, সংগঠনের উপদেষ্টা আনোয়ার হোসেন, আ জ ম মনজুর উজ্জল, ইব্রাহিম ইদুল হাসান, মোঃ ইমরান, বাংলানিউজের ফেনী প্রতনিধি সোলায়মান হাজারী ডালিম, মোহনা টিভির ফেনীর উত্তরাঞ্চল প্রতনিধি নিজাম উদ্দিন সজীব, ছাগলাইয়া বঙ্গবন্ধু ব্লাড ডোনার্স ক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ সোহেল প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক আজাদ হোসেন শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাজু। সদস্য রুবেল হোসেন, মুরাদ হোসেন, নাসির উদ্দিন রাকিব, মোঃ রিয়াজ, মোঃ শুভ, মোঃ সজিব, মোঃ মাসুদ হোসেন, সজীব ও জনি প্রমুখ।

আলোচনা সভা শেষে রাতে কেক কেটে এক দশক পূর্তি পালন করা হয়।