ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন-নিপীড়নের প্রতিবাদে ফেনীতে মশাল মিছিল করেছে সমাজতান্ত্রিক ছাত্রফন্ট ও বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র।

আজ মঙ্গলবার ( ২৯ সেপ্টেম্বর) ফেনী সরকারী কলেজের সামনে থেকে শুরু হয়ে মশাল মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনার প্রাঙ্গনে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা খাগড়াছড়ি, সিলেট, সাভারসহ বিভিন্ন জায়গায় সংঘটিত ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানান ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন।

এতে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ফেনী শহর শাখার আহ্বায়ক নারায়ণ পাশা, সাধারণ সম্পাদক পংকজ নাথ সূর্য ও বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের ফেনী জেলা প্রতিনিধি রাইহানে কুমু।

এসময় বিচারহীনতার সংস্কৃতির বিরুদ্ধে সকলকে সোচ্চার হবার আহ্বান জানান বক্তারা।