ফেনী সদরের শর্শদি ইউনিয়নে অবৈধভাবে মৎস শিকার করায় ২ হাজার মিটার জাল ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে ইউনিয়নের আবুপুরে বড়ছড়া খাল হতে এসব জাল জব্দ করা হয়।

ফেনী সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা দাশ এ অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আজ দুপুরে আবুপুরের বড়ছড়া খালে পানি প্রবাহে বাধা দূরকরণে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে খালে পানি প্রবাহে বাধা তৈরি করে অবৈধভাবে মৎস্য শিকার করায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ফিক্সড ইঞ্জিন স্থাপন ও ব্যবহার (খরা জাল, গাঁড়া জাল, জাঁগ বা কাঁঠা) ইত্যাদি বিভিন্ন পয়েন্ট থেকে অপসারণ করা হয় এবং ২ হাজার মিটার জাল বিনষ্ট করা হয়।

পরে তৎসংলগ্ন আল-আমিন হ্যাচারীতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈয়দ মোস্তফা জামান, ফিল্ড এসিস্ট্যান্ট ইয়াছিন পাটোয়ারী ও সাইফুল ইসলামসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।