ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান বলেছেন, সবার জন্য তথ্য নিশ্চিতে সরকার বদ্ধপরিকর।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন জেলা প্রশাসক। ‘তথ্য অধিকার সংকটে হাতিয়ার’ প্রতিপাদ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম এবং নাগরিক যেন নির্বিঘ্নে তথ্য পেতে পারেন তাই সরকার তথ্য অধিকার আইন করেছে। নাগরিকের স্বার্থে সরকার বর্তমানে বিভিন্ন বিভাগের তথ্য ওয়েবসাইটে প্রকাশ করে থাকে।

সভার শুরুতে সহকারী কমিশনার আফরোজা আফসানা তথ্য অধিকার আইন বিষয়ে উপস্থাপনা প্রদর্শন করেন।

এতে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া, জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বি মুনির প্রমুখ।

সভায় জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।