ছাগলনাইয়ার সীমান্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা ও ৩শ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর ফেনী ব্যাটালিয়নের সদস্যরা। সোমবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চম্পকনগর সীমান্ত এলাকা হতে এইসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফেনী ব্যাটালিয়ন পরিচালক ও অধিনায়ক লেঃ কর্নেল মোঃ কামরুজ্জামান। তিনি জানান, বিজিবির তাড়া খেয়ে ১ লাখ ৪৮ হাজার টাকা সমমূল্যের মাদকদ্রব্য ফেলে পালিয়ে গেছে পাচারকারীরা।

লেঃ কর্নেল মোঃ কামরুজ্জামান জানান, ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোঃ সেলিমুদ্দোজার নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল ছাগলনাইয়ার চম্পকনগর নামক স্থানে অবস্থান করছিল। এসময় সীমান্ত পিলার-২১৯৮/১১ এস হতে ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পরিত্যক্ত অবস্থায় ৮ কেজি গাঁজা ও ৩শ বোতল ফেন্সিডিল খুঁজে পায় তারা। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা আগেভাগেই সরে পড়ে। তাই এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক।