সমবায় ব্যাংকের আওতাধীন ফেনী সমবায় সুপার মার্কেট কমপ্লেক্স-০৩ এর ব্যবসায়ীর কল্যাণ সমিতির নির্বাচনে সভাপতি পদে ছেরাজুল ইসলাম মজুমদার ও সাধারণ সম্পাদক পদে আহসান উল্ল্যাহ নির্বাচিত হয়েছেন। তারা আগামী ৩ বছর সমিতির দায়িত্ব পালন করবেন।

উৎসব মুখর পরিবেশে শনিবার ( ১৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬৫ জন ভোটার ভোট প্রদান করেন। নির্বাচনে ৯ পদের বিপরীতে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গননা শেষে বিকেলে নির্বাচন পরিচালনা পর্ষদ ফলাফল ঘোষণা করে নির্বাচন পরিচালাকরা।

নির্বাচনে সভাপতি পদে ছেরাজুল ইসলাম মজুমদার ছাতা প্রতীকে ৩১ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাহিদুল আলম নয়ন চেয়ার প্রতীকে ২৫ ভোট এবং আরেক প্রতিদ্বন্দ্বী আব্দুর রহিম পাটোয়ারী দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১০ ভোট। সহ-সভাপতি পদে হাসফাত উল্যাহ আম প্রতীকে ৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উত্তম কুমার মজুমদার কাঠাল প্রতীকে পেয়েছেন ১৪ ভোট।

সাধারণ সম্পাদক পদে আহসান উল্যাহ উড়োজাহাজ প্রতীকে ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছায়েদুল হক দোয়েল পাখি প্রতীকে পেয়েছেন ২১ ভোট। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে আমিরুল আলম ইলিশ মাছ প্রতীকে ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শওকত জাহান হরিণ প্রতীকে পেয়েছেন ৩১ ভোট। নুর নবী কোষাধ্যক্ষ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

সদস্য ৪ পদে মোট ৮জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করেন। শহীদুল ইসলাম পাটোয়ারী ল্যাপটপ প্রতীকে সর্বোচ্চ ৫৪ ভোট পেয়ে ১নং সদস্য নির্বাচিত হয়েছেন। অপর ৩জন সদস্য ইমদাদুল ইসলাম রুবেল চশমা প্রতীকে ৩৬ ভোট, সাফায়েত রাব্বী আদর ফ্রিজ প্রতীকে ৩৪ ভোট এবং আবুল খায়ের লিটন বই প্রতীকে ৩১ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন।

নির্বাচন পরিচালনা করেন আবুল কাশেম, আবদুর রাজ্জাক মজুমদার ও আবু তালেব রিপন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শহীদ শহীদুল্লাহ্ কায়সার সড়কে অবস্থিত সমবায় সুপার মার্কেট-৩ এর ব্যবসায়ী কল্যাণ সমিতির বিগত ২টি কমিটি সিলেকশানের মাধ্যমে হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে মতভেদ তৈরি হয়েছিল। তাই গত ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত সাধারণ সভায় ব্যবসায়ীদের সিদ্ধান্ত ক্রমেই এবার ভোটের মাধ্যমেই কমিটি গঠন করা হল।

সভাপতি পদে নির্বাচিত করায় ভোটারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ছেরাজুল ইসলাম মজুমদার। ব্যবসায়ীদের মতানৈক্য দূর করে ঐক্যমতের ভিত্তিতে সমিতিকে পরিচালিত করার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মার্কেটের নিয়ম শৃঙ্খলা ও ব্যবসায়ীদের কল্যাণে রাখতে কাজ করবেন বলে জানান তিনি। 

সাধারণ সম্পাদক পদে বিজয়ী আহসান উল্ল্যাহ বলেন, সকলকে সাথে নিয়ে মার্কেটের উন্নয়নে নিরবিচ্ছিন্নভাবে কাজ করে যাব।

নির্বাচিতরা ব্যবসায়ীদের কল্যাণে ও তাদের সমস্যা দূরীকরণে কাজ করবেন প্রত্যাশ করছেন ভোটাররা।