ছাগলনাইয়ায় ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীর জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমায়রা ইসলাম এ জরিমানা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, পেঁয়াজের মূল্য স্থিতিশীল রাখতে দুপুরে জমাদ্দার বাজারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। অভিযানে পেঁয়াজ ক্রয়ের রশিদ পরীক্ষার করে দেখা যায় যে ব্যবসায়ীর ক্রয়মূল্যের চেয়ে অনেক বেশি দামে ক্রেতাদের কাছে পেঁয়াজ বিক্রি করছে। তাই ওই বাজারের তিন ব্যবসায়ীর ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে পেঁয়াজের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সতর্ক করেন তিনি। হুমায়রা ইসলাম জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

এসময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।