ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ছাগলানাইয়ায় ৬ দোকানীর জরিমানা করা হয়েছে। আজ সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, উপজেলার কালভার্ট বাজার ও ছাগলনাইয়া বাজারে অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা না থাকা ও ক্রয়মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি করায় ৬ দোকানীর ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সোহেল চাকমা জানান, অভিযানে দেখা যায় ১৯৮ দামে কেনা আদা বাজারে ২২০ টাকা দামে বিক্রি করা হচ্ছে।

এসময় ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফা না করা এবং মূল্য তালিকা সবসময় হালনাগাদ রাখার জন্য নির্দেশ দেয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফখরুল ইসলামসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জনস্বার্থে অভিযান অব্যাহত রাখার কথা জানান সহকারি পরিচালক।