বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বৃহত্তর চট্টগ্রাম শাখার ২০২০-২১ কার্যবর্ষের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। 

বুধবার (২৬ আগষ্ট) দুপুরে চট্টগ্রাম শাখার সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্নালিজম এন্ড ইলেকট্রনিক মিডিয়ার (বিজেম) শিক্ষার্থী জুবায়ের আহমেদ এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরিফুল ইসলাম।

এর আগে ৯ আগষ্ট বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি জাহানুর ও সাধারণ সম্পাদক আখতার হোসেন আজাদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।

দায়িত্বপ্রাপ্তরা হলেন সহ-সভাপতি মনিরুল কবির বাঁধন, যুগ্ম-সাধারণ সম্পাদক উম্মে কুলসুম রিপা, সাংগঠনিক সম্পাদক সামির আল সাইফি, সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাঈম, দপ্তর সম্পাদক নুরুল আমিন, উপ-দপ্তর সম্পাদক মুন্সি মুহাম্মদ জুয়েল, অর্থ সম্পাদক ফখরুল ইসলাম শাহীন, প্রচার সম্পাদক আতিক মাসুদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আব্দুল্লাহ শাহজাহান।

উল্লেখ্য,চট্টগ্রাম বিভাগের তরুন লেখকদের নিয়ে ২০১৯ সালে ১০ জানুয়ারি বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের বৃহত্তর চট্টগ্রাম শাখা প্রতিষ্ঠা লাভ করে। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম দেশের ১৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণত শিক্ষার্থীদের লেখালেখিতে উৎসাহিত করতে স্বতঃস্ফূর্তভাবে কাজ করে চলছে। লেখক ফোরাম থেকে প্রতিনিয়ত তৈরি হচ্ছে হাজার হাজার তরুণ লেখক। দেশের তরুণ লেখকদের এ সংগঠনটি ২০১৮ সালের ২৩ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠিত হয়।