মুজিব জন্মশবর্ষ উপলক্ষ্যে ফেনীতে একযোগে ৩৩ ভূমি অফিস প্রাঙ্গণে চারা রোপন কর্মসূচি বাস্তবায়ন করেছে ভূমি প্রশাসন।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে তিনটায় সদর উপজেলার শর্শদি ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। এরপর ৬ উপজেলা ভূমি অফিস ও ২৭ ইউনিয়ন ভূমি অফিসে একযোগে এক হাজার চারা রোপন করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী।

জেলা প্রশাসক জানান, মুজিববর্ষে ফেনীতে ১ লাখ ৮০ হাজার চারা রোপনের অংশ হিসেবে ফেনীর সকল ভূমি অফিসে বৃক্ষরোপণ করা হয়েছে।

জেলা প্রশাসক আরও জানান, মুজিববর্ষে ফেনীর প্রত্যেক উপজেলায় গড়ে ৩০ হাজার চারা রোপনের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। বনজ, ফলজ ও ঔষধি এ তিন ধরণের চারা সকল সরকারি প্রতিষ্ঠান, শিক্ষালয়ে রোপন চলছে।

এ চারা রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে বলে আশাবাদ প্রকাশ করেন জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন চৌধুরী জানান, জেলার সকল ভূমি অফিসে এক হাজার ফলজ চারা রোপন করা হয়েছে।

চারা রোপনের উদ্বোধনে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মঞ্জুরুল ইসলাম, জেলা প্রশাসকের সহমর্ধীনি সেলিনা আক্তার ববি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা, সহকারি কমিশনার (ভূমি) মৌমিতা দাশ, স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম ভূঞা প্রমুখ।