ফেনীর ফুলগাজী উপজেলার জিএমহাট ইউনিয়নের পশ্চিম বশিকপুরে হনুমানের দেখা মিলেছে। স্থানীয় মানুষদের কিছুটা ভীতি থাকলেও কিশোরদের দুরন্তপনায় অতিষ্ঠ হনুমানগুলো।

উক্ত এলাকার বাসিন্দা ও ডিশ ব্যবসায়ী জসিম জানান, আজ রবিবার বিকালে দর্জি বাড়ির বাঁশঝাড়ে ৪টি হনুমান দেখতে পাওয়া যায়। এগুলো আকারে বেশ বড়, কিশোরদের ঢিল হতে বাঁচতে প্রাণিগুলো বারবার স্থান পরিবর্তন করছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ মুজিবুল হক জানান, লোকালয়ে হনুমান নতুন কিছু নয়। এ অঞ্চলটি সীমানা এলাকা। এর তিনদিকেই ভারতের পাহাড়ি অঞ্চল। পাহাড়ি জঙ্গল হতে মাঝে মাঝে কিছু প্রাণি লোকালয়ে ঢুকে পড়ে।

চেয়ারম্যান বলেন, গেল বছর একঝাঁক বড় হনুমান জিএম হাট বাজারে আসে। কয়েকটি হনুমান আমার বাড়ির সীমানাতেও প্রবেশ করে।