ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ফুলগাজীতে ৩ ফার্মেসীর ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) ফুলগাজী ও মুন্সিরহাট বাজারে পৃথক অভিযান চালিয়ে অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমা এসব জরিমানা করেন।

সহকারি পরিচালক জানান, অভিযানে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ফুলগাজী বাজারের স্কয়ার হাসপাতাল ফার্মেসীকে ৪ হাজার, নার্গিস মেডিকেল হলকে ৫ হাজার এবং অপর অভিযানে মুন্সির হাট বাজারের কল্যাণ মেডিকেল হল কে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোহেল চাকমা জানান, এসময় বিপুল পরিমাণ ফিজিশিয়ান স্যাম্পল জব্দ করা হয়। এছাড়া এসময় ফার্মেসীগুলোতে বিভিন্ন সুরক্ষা সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি করা হচ্ছে কিনা যাচাই করা হয় এবং ধার্যকৃত মূল্যের চাইতে বেশি মূল্যে বিক্রি না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেয়া হয়।

অভিযানে ফুলাগাজী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।