ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুরে অভিযান চালিয়ে মদ, ফেন্সিডিল ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ( ডিবি)। সোমবার (২৭ জুলাই) বিকালের দিকে ফতেহপুর স্টার লাইন পাম্পের উত্তর পাশে ইমাম মার্কেটের এর সামনে থেকে তল্লাশী চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এন এম নুরুজ্জামান।

তিনি জানান, মাদক পাচারের গোপন খবর পেয়ে ওই স্থানে অবস্থান নেয় গোয়েন্দা পুলিশ সদস্যরা। এসময় ওই সিএনজি অটোরিকশায় তল্লাশী চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০ বোতল বিদেশী মদ, ১০ বোতল ফেন্সিডিল ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

ওসি জানান, আটকৃতরা সকলে কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা। তারা হল দামারপাড়ার কাজী বেলাল হোসেনের ছেলে মোঃ আরিফ হোসেন (২৭), উত্তর পূর্ব সোনাইচা এলাকার মৃত সুরুজ মিয়ার ছেলে মোঃ ইউনুচ ইনু (৪০) ও একই এলাকার বাবুল হোসেন দুলালের ছেলে তারেক হোসেন রায়হান (২১)। তাদের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।