করোনাকালীন সময়ের শুরু হতে নিজ এলাকাবাসীর কল্যাণে দিনরাত ছুটে বেড়িয়েছেন তিনি। এলাকার গরীব, দুঃখী মানুষের কল্যাণে ত্রাণ বিতরণসহ ওয়ার্ডে করোনা সংক্রমণ প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমে ছিল তার সক্রিয় অংশগ্রহণ। কিন্তু শেষ পর্যন্ত করোনা আক্রান্ত করল ফেনী পৌরসভার ১০নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন মুন্নাকে।

আজ সোমবার (২৭ জুলাই) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পিসিআর ল্যাব হতে প্রাপ্ত ফলাফলে তার নুমনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাহতাব মুন্না নিজেই।

দৈনিকফেনীডটকমকে তিনি জানিয়েছেন, গত বুধবার তার শরীরে জ্বর এসেছিল। সেই সাথে ঘ্রাণেন্দ্রীয়ের কার্যক্ষমতা হ্রাস পেয়েছিল। তখন থেকে নিজেকে আইসোলেটেড করে নিয়েছিলেন তিনি। গত শনিবার পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন তিনি। আজ সোমবার সেটি পজিটিভ এসেছে।

বর্তমানে তার শরীরে সামান্য জ্বর এবং ঘ্রাণশক্তি কমে যাওয়া ছাড়া আর কোন শারীরিক সমস্যা অনুভব করছেন না বলে জানিয়েছেন পৌর কাউন্সিলর। নিজের সুস্থতার জন্য পৌরবাসীসহ সকলের কাছে দোয়া চেয়েছেন তিনি।