যদিও তার পিতৃপ্রদত্ত নাম ছিল বোরহান উদ্দিন, কিন্তু এ জনপদে তিনি সবার কাছে পরিচিত ছিলেন ‘ফিসফিস মামা’ নামে। শহরের পূর্ব উকিল পাড়ার স্থায়ী বাসিন্দা এ মানুষটির কোটি কোটি টাকার সম্পদ থাকলেও বইয়ের কাছে সেসব ছিল মুল্যহীন। চিরকুমার এই মানুষটি ছিলেন বইয়ের পোকা। শহরে ঘুরে ঘুরে গণমাধ্যমকর্মীসহ বিভিন্নজনের কাছ হতে বই, ম্যাগাজিন ও পত্রিকা সংগ্রহের নেশা ছিল তার।

আজ রবিবার ( ১৯ জুলাই) ভোরে পানিতে ডুবে মারা গেছেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোরে নিজ বাড়ির পুকুরে গোসল করতে নেমেছিলেন বোরহান উদ্দিন। পরে পাশে নির্মাণাধীন একটি ভবনে কর্মরত শ্রমিকরা তার নিথর দেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে আনে।

ফেনীর গণমাধ্যমকর্মীদের কাছে প্রিয়মুখ ছিলেন তিনি। দেখা হলে কারো কাছে পত্রিকা, কারো কাছে বই চাইতেন তিনি। কখনো টাকা চাইতেন। কিছুটা মানসিক প্রতিবন্ধী মানুষটির কথাবার্তায় জ্ঞানের আভাস পরিলক্ষিত হত। কখনো তিনি শুদ্ধস্বরে ইংরেজী বলতেন। অনেক বই এবং পত্রিকা সম্পর্কে তথ্য রাখতেন এবং সংগ্রহ করতেন। পত্রিকা সংগ্রহের জন্য ফেনীর পত্রিকা অফিসগুলোতে ছিল তার নিয়মিত পদচারণা।

তার মৃত্যুতে ফেনীর গণমাধ্যমকর্মীরা শোক প্রকাশ করেছেন।