করোনা উপসর্গ নিয়ে ফেনী জেনারেল হাসপাতালে ১৭ দিন লড়াই করে মৃত্যুর কাছে হেরে গেলেন পরশুরাম উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবুল কালাম আজাদ (৫৭) ।

আজ রবিবার (২৮ জুন) দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আবুল কালাম আজাদ চিথলিয়া ইউনিয়নের দূর্গাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘদিন তিনি পরশুরাম পাইলট হাই স্কুল জামের মসজিদের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করে আসছিলেন।

পারিবারিক সূত্র জানায়, দীর্ঘ ১৭ দিন যাবৎ আবুল কালাম আজাদ জ্বর, সর্দি ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার অবনতি হলে তাকে গত ২০ জুন আইসিইউতে প্রেরণ করা হয়েছিল।

সূত্র জানায়, তার নমুনা পরীক্ষার করালেও সেটি নেগেটিভ এসেছিল। তবে তার ফুসফুসে পানি জমে গিয়েছিল বলে চিকিৎসকরা পরিবারের সদস্যদের জানিয়েছিলেন।

স্বজনরা তার লাশ দাফনের জন্য পরশুরাম চিথলিয়া ইউনিয়নের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে বলে জানান তার শ্যলক।

স্থানীয় ইউপি সদস্য কালাম আজাদ বলেন, স্বল্প সংখ্যক মানুষের উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে তাঁর মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ১ মেয়েসহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।