আন্তর্জাতিক সেবা সংগঠন রোটারি ইন্টারন্যশনালের অঙ্গসংগঠন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী গভর্নমেন্ট কলেজের ২০২০-২১ সালের কমিটি নির্বাচন সম্পন্ন হয়েছে।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রোটার‌্যাক্ট অঙ্গনের প্রিয় মুখ রোটার‌্যাক্টর নিষাদ আদনান ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রোটার‌্যাক্টর মো. আবদুল্লাহ আলহাসান রাজু।

সোমবার (২২ জুন) রাত ৯টায় এক ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে নতুন কমিটির ঘোষণা দেন নির্বাচন কমিশনার রোটার‌্যাক্টর ওসমান গণী রাসেল।

কমিটির ভাইস প্রেসিডেন্ট পদে শরিফুল আলম, হোসাইন আরমান, জয়েন্ট সেক্রেটারি নাজমুন নাহার নিতু, আবদুল কাইয়ুম রাজ, কোষাধ্যক্ষ আবদুল্লাহ আল ইমরান, সমাজসেবা পরিচালক আরিফ হাসনাত, ক্লাব সার্ভিস ডিরেক্টর জিয়াউল হক বাবলু, ফিন্যান্স ডিরেক্টর মো. জহির উদ্দিন বাবর, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর ছানাহ উল্লাহ রাশেদ, চীপ সার্জেন্ট এট আর্মস মাইনুল মুন্না, জয়েন্ট সার্জেন্ট এট আর্মস আব্দুর রহমান শরীফ ও এডিটর সাদিয়া সুলতানা রাত্রী নির্বাচিত হন।

ভার্চুয়াল কনফারেন্সে উপস্থিত ছিলেন- রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮২ এর ডিস্ট্রিক্ট রোটার‌্যাক্ট রিপ্রেজেনটেটিভ (ডিআরআর) রোটার‌্যাক্টর মোহাম্মদ আবদুল আহাদ, রোটারী ডিস্ট্রিক্ট সেক্রেটারি (২০২০-২১) রোটারিয়াান মো. জালার উদ্দিন বাবলু, রোটারী ক্লাব অব ফেনী সেন্ট্রালের প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক এডিআরআর মো. শরীফুল ইসলাম অপু, এডিআরআর আবুল হাসনাত রনি, ডিস্ট্রিক্ট সেক্রেটারি আরাফাত উল মিল্লাত দিপুল, এডিশনাল চিপ এডভাইসার মো. নজরুল ইসলাম, ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মাখজাম হায়দার মিরাজ।

আরও উপস্থিত ছিলেন রোটার‌্যাক্ট ক্লাব অব ফেনী গভর্নমেন্ট কলেজের চাটার্ড প্রেসিডেন্ট ও ডিস্ট্রিক্ট এডিশনাল চিপ এডমিনিস্ট্র্যাটর সাইফুদ্দিন রাশেদ, আরআর নাজমুদ্দিন জিকু, প্রেসিডেন্ট আবুল হাসান বাহার সহ রোটার‌্যাক্টরবৃন্দ।