দুই মাসের বকেয়া বেতনের দাবীতে বিক্ষোভ করেছে ফেনী পৌরসভার পরিছন্নতা কর্মীরা। আজ রবিবার (১৪ জুন) সকালে ফেনী পৌরসভা প্রাঙ্গনে বিক্ষোভ করে পঞ্চাশের অধিক পরিচ্ছন্নতাকর্মী। পরে পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গিটারের আশ্বাসের প্রেক্ষিতে ফিরে যায় তারা।

এসময় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীর সাথে কথা বলে জানা যায়, গত দুই মাস ধরে তারা বেতন পাচ্ছেন না। এমনকি ঈদের বোনাসও পাননি। পরিচ্ছন্নতা কর্মীদের একজন বলেন, বেতন না পাওয়ায় আমরা ঘরভাড়া দিতে পারছিনা। বাড়িওয়ালা আমাদের ঘর থেকে বের করে দিতে চাইছে।

পরে ফেনী পৌরসভার প্যানেল মেয়র আশ্রাফুল আলম গীটার আগামীকাল সোমবারের মধ্যে বকেয়া বেতন পরিশোধের আশ্বাস প্রদান করেন।

এসময় গণমাধ্যমকে তিনি বলেন, করোনা সংক্রমণের সবচেয়ে ঝূঁকিতে রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা। প্রতিমাসের ৫ তারিখের মধ্যেই সবার বেতন পরিশোধ করে দেই আমরা। আমাদের মেয়র মহোদয় পারিবারিক সমস্যার কারণে ফেনীতে না থাকায় তার স্বাক্ষর না পাওয়ায় সেটি প্রদান করা যাচ্ছে না। আগামীকালের মধ্যেই তাদের বেতন পরিশোধের ব্যবস্থা করব আমরা।

তিনি আরও বলেন, করোনা ভাইরাস সৃষ্ট পরিস্থিতিতে গত দুইমাস ধরে পৌরসভার রাজস্ব আয় সীমিত হয়ে গেছে। এ কারণে বেতন প্রদানে বিলম্ব হচ্ছে।