১৩ নভেম্বর,২০১৯

।। ক্রীড়া ডেস্ক।।

ফেনী প্রথম বিভাগ ক্রিকেট লীগে পুল পদ্ধতি চালুর সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
২০১৯ এর জন্য পুল খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে আয়োজক ফেনী জেলা ক্রীড়া সংস্থা । গত ১০ই নভেম্বর এই তালিকা প্রকাশ করে।

প্রথমবারের মত এই তালিকায় সুযোগ পেয়েছে জেলার ১৮ জন খেলোয়াড় । ফেনী জেলা ক্রিকেট দল ২০১৮ ও ২০১৯ এর সমন্বয়ে এই তালিকা করা হয় বলে জানিয়েছেন ক্রিকেট উপ-কমিটির আহবায়ক রাজীব চৌধুরী ।

আরো জানা যায়, প্রত্যেকটি দল এই তালিকা থেকে দুইজন খেলোয়াড় নিতে পারবে। এর মাধ্যমে খেলোয়াড়রা নিজেদের পছন্দ অনুযায়ী যেকোন দলে খেলার সুযোগ পাবে ।

রাজীব চৌধুরী জানান, এর মাধ্যমে ফেনীর ক্রিকেটে নতুন একটি ইতিবাচক পরিবর্তন সাধিত হলো।

তিনি বলেন, ফেনী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার ভাইকে অভিনন্দন জানাই এই উদ্যোগের জন্য।
তিনি আরও বলেন, এর মাধ্যমে জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক জেলার সেরা খেলোয়াড়দের মূল্যায়ন এর সুযোগ করে দিলেন ।

রাজীব চৌধুরী স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে পুল ভুক্ত খেলোয়াড়রা হলেন - ১। তানভীরুল ইসলাম বাপ্পী ২। তৌহিদুল ইসলাম (ছাগলনাইয়া) ৩। শাহাদাত হোসেন প্রভাত ৪। জহিরুল হক মোহন ৫। রহমত উল্লাহ রনি ৬। মোহাম্মদ ওসামা ৭। মোহাম্মদ শাহাদাত হোসেন (দাগণভূইয়া) ৮। শফিকুল ইসলাম রাজু ৯। মোহাম্মদ ইমরান ১০। তৌহিদুল ইসলাম (মিজান রোড) ১১। মির হোসেন রিংকু ১২। মোহাম্মদ পলাশ ১৩। সাজ্জাদ হোসেন রায়হান ১৪। আরিফুর রহমান মিশু ১৫। বেলায়েত হোসেন ১৬। আবদুল আলিম হৃদয় ১৭। জিল্লুর রহমান বিজয় ১৮। রায়হান।