কারখানার পরিবেশ অপরিষ্কার থাকায় ফেনীর জালালিয়া সুইটস এন্ড বেকারির ১০ হাজার টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ রবিবার (১৭ মে) অধিদপ্তরের ফেনী কার্যালয়ের সহকারি পরিচালক সোহেল চাকমা অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

তিনি জানান, ভোক্তার অভিযোগের প্রেক্ষিতে ট্রাংক রোডে প্রতিষ্ঠানটির শোরুমে অভিযান চালানো হয়। পরে শান্তিধারা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানায় পরিচালিত অভিযানে পরিবেশ অপরিষ্কার রাখায় প্রতিষ্ঠানটির ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানার ম্যানেজার এবং কর্মচারীদের পরিবেশ পরিষ্কার রাখা এবং গ্লাভস, মাস্ক ও ক্যাপ পরিধান করে কাজ করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি জানান, অভিযোগকারীদের প্রতিষ্ঠান হতে কেনা পণ্যের টাকা ফেরত দেয়া হয়েছে।

অভিযানে ফেনী মডেল থানার এসআই মসিউরের নেতৃত্বে পুলিশ সদস্যরা অংশ নেয়।