ফেনীতে এ পর্যন্ত কোভিড শনাক্ত রোগীর সংখ্যা ১৫জন। রবিবার এক দিনেই ৮জন শনাক্তের খবর এসেছে। ফেনী জেলা সিভিল সার্জন ডাঃ সাজ্জাদ হোসেন অফিশিয়াল ফেইসবুক পেইজে এ তথ্য নিশ্চিত করেন।

গতকাল শনাক্তকৃত ৮জনের মধ্যে ৭জন স্বাস্থ্য বিভাগে কর্মরত। যদিও সিভিল সার্জন অফিস আনুষ্ঠানিকভাবে এ ধরনের তথ্য দেয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র এ খবর নিশ্চিত করেছে।

একই সূত্র জানায়, গতকাল সিভিল সার্জনসহ একাধিক স্বাস্থ্য কর্মকর্তা-চিকিৎসক-কর্মচারির নমুনা সংগ্রহ করা হয়েছে।

শনিবার সিভাসুতে ৯৭টি নমুনায় ৫৩টি কোভিড পজিটিভ আসে। এতে ফেনীর সংখ্যা ৭জন ছিল। পরীক্ষার তুলনায় এত বেশী সংখ্যক শনাক্তের বিষয়ে স্বাস্থ্য পরিচালক সন্দেহ প্রকাশ করেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ হাসান শাহরিয়ার। তিনি বলেন, তবে এটি সঠিক হতেও পারে। আরও নিশ্চিতে পুণরায় পরীক্ষার কথা জানান তিনি।

সিভিল সার্জনের দেয়া তথ্যমতে ফেনী শহরে শনাক্তের সংখ্যা ৬জন। এমন তথ্য শংকিত করছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে।

একজন ব্যবসায়ী শামীম আহমেদ বলেন, শনাক্তের এমন চিত্র দেখে ভীত হচ্ছি। ব্যাংকার শওকত আহমেদ বলেন, অফিস অর্ডারের কারণে ব্যাংক কার্যক্রম চলছে। অর্থনীতি বাঁচাতে ব্যাংক লেনদেনে বিকল্প নেই কিন্তু আমরা শংকিত।

ব্যবসায়ী নেতা ও শহরের বড় বাজারের ব্যবসায়ী ইমাম উদ্দিন বলেন, নিরাপত্তার স্বার্থে দোকানপাট বন্ধ রেখেছি তবুও মানুষ বাজার যেন ঝিমঝিম করছে। এভাবে কতদিন বন্ধ রাখতে পাবো জানিনা আমাদের খাদ্যের সংকট দেখা দিচ্ছে।

স্বেচ্ছাসেবী সংগঠক শরীফুল ইসলাম অপু বলেন, ইতোমধ্যে ব্যবসায়ী সমিতিগুলো নিত্যপণ্যের দোকান ছাড়া সকল দোকান বন্ধের সিদ্ধান্ত গ্রহণ করেছে। কিন্তু সকাল হতে দুপুর পর্যন্ত জনজট পরিলক্ষিত হচ্ছে।