সদর উপজেলার পরে ফেনীর বাকি ৫টি উপজেলার আরও ২ হাজার ইমাম-মুয়াজ্জিনদের জন্য ইফতার সামগ্রী প্রদান করেছেন সদর আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী। আজ রবিবার (৩ মে) শহরের মাষ্টার পাড়ার সাংসদের বাসভবনের সামনে বিতরণের জন্য ইফতার সামগ্রীগুলো স্ব স্ব উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে হস্তান্তর করেছেন তিনি।


সূত্র জানিয়েছে, করোনাভাইরাস সৃষ্ট দুর্যোগে ইমাম-মুয়াজ্জিনদের কষ্ট লাঘবে এ নিয়ে দুই ধাপে ফেনীর ৬ উপজেলার ৫ হাজার ইমাম-মুয়াজ্জিনদের জন্য উপহার পাঠিয়েছেন নিজাম উদ্দিন হাজারী। করোনাভাইরাস সৃষ্ট পরিস্থিতির শুরু থেকেই তিনি জেলার অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছন। ইতোমধ্যে জেলার ১ লাখ ২০ হাজার নিম্ন আয়ের মানুষকে খাদ্যসামগ্রী, ৫০ হাজার মানুষকে ইফতার সামগ্রী প্রদান করেছেন। এছাড়া নিজ বাড়ির ৩৭ ভাড়াটিয়ার ২ মাসের বাড়ি ভাড়াও তিনি মওকুফ করেছেন।


ইমাম-মুয়াজ্জিনদের উপহার পাঠানো প্রসঙ্গে তিনি বলেন, জন্ম হতে মৃত্যু পর্যন্ত ইমাম মুয়াজ্জিনদের ভূমিকা রয়েছে। তারা সর্বোচ্চ সম্মানের অধিকারী। তাদের আয় রোজগার অত্যন্ত সীমিত। করোনা ভাইরাস সৃষ্ট দূর্যোগে তারা যেন পরিবার পরিজন নিয়ে কষ্ট না করেন। সেজন্য তাদের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য রয়েছে। সে কর্তব্যবোধ থেকে আমার ব্যক্তিগত পক্ষ হতে আমি চেষ্টা করেছি তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে।