ফেনী সদরের লেমুয়া ইউনিয়নে এক কৃষকের ৭০ শতাংশ জমির ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।


আজ (২৯ এপ্রিল) বুধবার সকাল ৯টা থেকে ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি, ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিকের নেতৃত্বে প্রায় অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী স্বেচ্ছায় ধান কাটতে মাঠে নামেন।


বর্গাচাষী গোপাল বলেন, আমি একজন হতদরিদ্র বর্গা চাষী। আমার ৭০ শতাংশ জমির ধান কাটা নিয়ে দুঃশ্চিন্তায় ছিলাম। এমপি নিজাম উদ্দিন হাজারীর সহযোগিতায় ছাত্রলীগের কর্মীরা এসে আমার ধান কেটে বাড়িতে তুলে দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, দোয়া করি ছাত্রলীগের নেতাকর্মীদের জন্য।


জেলা ছাত্রলীগ সভাপতি এম সালাহউদ্দিন ফিরোজ বলেন, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা ও ফেনী ২ আসনের মাননীয় সাংসদ নিজাম উদ্দিন হাজারীর প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে ফেনীজেলা ছাত্রলীগ সদা প্রস্তুত। করোনা পরিস্থিতিতে দেশের অসহায় কৃষকদের কষ্টের কথা চিন্তা করে ছাত্রলীগ নেতাকর্মীরা গরীব অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এ ধারা অব্যাহত থাকবে।


সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর মানিক বলেন, লেমুয়া ইউনিয়নের একজন দরিদ্র কৃষক যিনি অন্যের জমি বর্গা নিয়ে ধান চাষ করেছেন। ধান পাকলেও অর্থ ও শ্রমিক সংকটের কারণে তিনি ধান ঘরে তুলতে পারছিলেন না। বিষয়টি আমাদের কাছে আসলে আমরা ফেনী সদর উপজেলা ছাত্রলীগের আওতাধীন লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতাকর্মীরা মিলে আজকে সেই গোপাল দাদার ৭০ শতাংশ ধান কেটে বাড়িতে তুলে দিয়ে আসছি।


মানিক বলেন, জননেতা নিজাম উদ্দিন হাজারীর সার্বিক সহযোগিতা নিয়ে করোনার পরিস্থিতিতে ফেনীর গরীব অসহায় কৃষকদের পাশে থাকবে ছাত্রলীগ নেতাকর্মীরা।