রমজানে নিত্যপ্রয়োজনী দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফেনী। অধিদপ্তরের ফেনীর সহকারি পরিচালক সোহেল চাকমার নেতৃত্বে শনিবার ও আজ রবিবার ( ২৬ এপ্রিল) পরিচালিত অভিযানে ১১ ব্যবসায়ীর ১৭ হাজার ১শ টাকা জরিমানা করা হয়েছে।


অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ বিকালে ফেনী পৌর হকার্স মার্কেটে অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ৫জন মুদি এবং ২জন সবজি দোকানীর মোট ১০ হাজার টাকা জরিমানা করেন সোহেল চাকমা। বাজারে মাইক হাতে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করতে সচেতন করেন সোহেল চাকমা।


অভিযান সম্পর্কে সহকারি পরিচালক বলেন, পবিত্র রমযান মাসে দ্রব্যমূল্যের উর্ধগতি রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সচেষ্ট রয়েছে। অভিযানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ এবং মূল্য তালিকা হালনাগাদ আছে কিনা তা যাচাই করা হয়। এছাড়া ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রতিদিন হালনাগাদ করতে নির্দেশনা দেয়া হয়। একই সাথে এবং ভোক্তাদের নির্দিষ্ট দূরত বজায় রেখে পণ্য ক্রয় করতে সচেতন করা হয়।


তিনি বলেন, রমজানে বাজার স্থিতিশীল রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


অভিযানে পৌরসভা স্যানিটারি ইন্সপেক্টর জনাব কৃষ্ণময় বণিকসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


এর আগে গতকাল শনিবার ফেনী বড় বাজারে পরিচালিত অভিযানে একই কারণে ৪ ব্যবসায়ীর ৭ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।